Site icon Jamuna Television

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মাস্ক

বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন টেক বিলিওনিয়ার ইলন মাস্ক। নোবেল কমিটি ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছে।

স্লোভেনিয়ার রাজনীতিবিদ ব্র্যাঙ্কো গ্রিমস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেছেন। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন তিনি। খবর এনডিটিভির।

এক্স বার্তায় গ্রিমস বলেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য আমাদের দল নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল এবং নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। তবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠন।

/এসআইএন

Exit mobile version