Site icon Jamuna Television

ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারীরা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমানের ৬৪ জন এবং হেলিকপ্টারে থাকা ৩ জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২০ বছরে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে এটি অন্যতম। কেন এই দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে  বিমানে থাকা ব্ল্যাক বক্সগুলো উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত ব্ল্যাক বক্স হচ্ছে বিমানটির ফ্লাইট ডাটা যাতে উড্ডয়ন সংক্রান্ত তথ্য থাকে। এ ছাড়া সেখানে ককপিট ভয়েস রেকর্ডারও থাকে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে ওই দুর্ঘটনার পর এখনো জীবিত কোনো ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। এ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া গেছে তারা সকলেই মৃত। বিমানের যাত্রীদের মধ্যে তরুণ কয়েকজন স্কেটারও ছিলেন। যারা কানসাসের বাসিন্দা।

এছাড়া মৃতদের মধ্যে রাশিয়া, ফিলিপাইন, জার্মানি এবং চীনের নাগরিকও ছিলেন বলে ওয়াশিংটন ডিসির সিনেটর মারিয়া কান্টওয়েল। আগামী ৩০ দিনের মধ্যে সিআরজে-৭০০ মডেল বিমান থেকে উদ্ধারকৃত ককপিট ভয়েস রেকর্ডার প্রতিবেদন প্রকাশ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।

/এআই

Exit mobile version