Site icon Jamuna Television

আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা

জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক আহতদের সেবা দিচ্ছেন।

দুপুরের পর বাংলাদেশ চক্ষু হাসপাতালে রোগী দেখবেন তারা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী জানান, দু’দিনের জন্য ঢাকায় এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে ২০০ রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা।

তিনি আরও জানান, কারও যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয়; সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন। জুলাই-আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার কথাও জানান হাসপাতাল পরিচালক।

/এমএইচ

Exit mobile version