Site icon Jamuna Television

বিভেদ-বিভক্তি ভুলিয়ে ভাষাই সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে: ঢাবি উপাচার্য

ভাষাই দেশজুড়ে বিভেদ-বিভক্তি ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভাষা পদযাত্রা-২০২৫ উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

ভাষাই একমাত্র জাতিগত বিভেদ ভুলে সবাইকে একত্র করতে পারে জানিয়ে তিনি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, সবাইকে ভাষার প্রতি সম্মান রাখতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে ভাষার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞান বিভাগের আয়োজনে র‍্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে,শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

/এমএইচ

Exit mobile version