Site icon Jamuna Television

ট্রাম্পের দূতের সাক্ষাৎ মাদুরোর, যুক্তরাষ্ট্রের ৬ বন্দি মুক্ত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক দূতের সাক্ষাৎ হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের ৬ বন্দিকে মুক্ত করে দিয়েছে দেশটি। শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত রিচার্ড গ্রেনেল সোশাল মিডিয়ায় তাদের মুক্তির খবর প্রকাশ করেছেন।

নিজের উড়োজাহাজে থাকা ছয়জনের ছবি অনলাইনে প্রকাশ করে গ্রেনেল বলেন, তারা ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে ‘ইউএস জিম্মিদের’ মুক্তি দিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানানো হয়েছিলো। সেই সঙ্গে ভেনেজুয়েলার যেসব অপরাধীকে ওয়াশিংটন বিতাড়িত করবে, তাদের গ্রহণ করতে কারাকাসের সম্মতি চাওয়া হয়। ছবি প্রকাশ করলেও গ্রেনেল অবশ্য ওই ছয়জনের নাম জানাননি। তাদের পরনে ভেনেজুয়েলার কারাবন্দিদের হালকা নীল রঙের পোশাক দেখা গেছে।

/এআই

Exit mobile version