Site icon Jamuna Television

সংস্কার-নির্বাচনের আগে বিচারের দাবি শহীদ পরিবারের

আগে শহীদদের স্বীকৃতি ও হত্যার বিচার করতে হবে এমন দাবি জানিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন– ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন শহীদ পরিবারের সদস্যরা।

দুই হাজার সন্তানের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে জানিয়ে তারা বলেন, বিচারের নামে রঙ্গমঞ্চ তৈরি করা যাবে না। এসময়য় ‘ড. ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই’ এমন মন্তব্যে আক্ষেপ প্রকাশ করেন তারা। প্রশ্ন তোলেন, তাহলে শহীদ পরিবারের সদস্যরা কোথায় যাবে?

/এমএইচ

Exit mobile version