লালমনিরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল লালমনিরহাট শহরের কলেজ বাজার এলাকার শমসের আলীর ছেলে। তিনি আইসক্রিম ব্যবসায় জড়িত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সোহেল মোটসাইকেলযোগে উপজেলার শহর থেকে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যান।

হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মরদেহটি হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply