Site icon Jamuna Television

ফের সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়দহ ৭ দফা দাবি আদায় না হওয়ায় দাবিতে আবারও অবরোধ করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন তারা।

এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় যাতায়াতরত পথচারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে সরকারের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলতেই থাকবে।

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে, শুক্রবার রাতে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ ৭ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ঘোষণা দেয় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা জানায়, শনিবারের বিকেল ৪টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া হলে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ বা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

/এএস

Exit mobile version