Site icon Jamuna Television

মেঘনা নদীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, হাতবোমা ও গুলি উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে ডাকাতি মামলার আসামি কানা জহির গ্রুপের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিরচর সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার-স্পীডবোটসহ ১১টি হাতবোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার নৌপথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলনকে ঘিরে কিবরিয়া গ্রুপের হামলায় কানা জহির গ্রুপের দুইজন নিহত হয়। পরদিন শুক্রবার কানা জহির গ্রুপ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালালে এক অন্তসত্ত্বা নারী গুলিবিদ্ধ হয়।

তারা আরও জানান, এ ঘটনার পর আজ শনিবার বিকালে ডাকাত চক্রকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বিকেলে নদীতে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জহিরের গ্রুপের লোকজন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় স্পীডবোট রেখে পালিয়ে যায় ডাকাতরা। পরে সেখান থেকে ডাকাতি কাজে ব্যবহৃত নৌযান ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য করে শর্টগান দিয়ে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে ডাকাতরা। পরে পুলিশ গুলি ছুড়লে একাধিক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় ১১টি বোমা ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। তবে গুলিবিদ্ধ বা ডাকাত চক্রের কাউকে গ্রেফতার করা যায়নি।

জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, অভিযুক্ত কানা জহিরকে দ্রুতই গ্রেফতার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

/আরএইচ 

Exit mobile version