Site icon Jamuna Television

গাইবান্ধায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহিমাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ারুল ইসলাম (৫০) মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর সিংজানি গ্রামের ভোলা মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলার আসামি। আগামীকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/আরএইচ

Exit mobile version