Site icon Jamuna Television

পরবর্তী আইডিএফ প্রধান হিসেবে নিযুক্ত হবেন ইয়াল জামির

গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে ব্যর্থতার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন হার্জি হালেভি। তার জায়গায় মেজর জেনারেল (অব.) ইয়াল জামিরকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জামিরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির পদত্যাগের পর, মেজর জেনারেল (অব.) ইয়াল জামির আগামী ৬ মার্চ আইডিএফের ২৪তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ঐতিহ্যগতভাবে চার বছরের পরিবর্তে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর গত মাসে হালেভি তার পদত্যাগের ঘোষণা দেন।

মূলত, ৫৯ বছর বয়সী জামিরকে হালেভির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। গত সপ্তাহে, কাটজ কর্তৃক মনোনীত আরও দুই প্রার্থী হলেন মেজর জেনারেল আমির বারাম, যিনি বর্তমান আইডিএফ ডেপুটি চিফ অফ স্টাফ এবং মেজর জেনারেল তামির ইয়াদাই, যিনি প্রাক্তন গ্রাউন্ড ফোর্সেস প্রধান।

/এআই

Exit mobile version