Site icon Jamuna Television

আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করেছে ইরানের বিপ্লবী গার্ড

ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী শাখা। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌঘাঁটি উন্মোচন করা হয়। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের ইলেক্ট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে।

মিসাইলগুলো মাটির নীচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে। সেই সাথে, খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই মিসাইলগুলো। এছাড়াও ক্ষেপণাস্ত্রগুলিকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা যাবে। অন্যদিকে, সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম।

আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির সাথে ঘাঁটিটি পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে।

/এআই

Exit mobile version