Site icon Jamuna Television

ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন নেতানিয়াহু

ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা শুরু করার জন্য উইং অফ জায়ন বিমানে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

উইং অফ জায়ন বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন যে বৈঠকে ইসরায়েল ও এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

এছাড়াও হামাসের বিরুদ্ধে বিজয়, ইসরায়েলের সমস্ত জিম্মিদের মুক্তি অর্জন এবং ইরানের সাথে মোকাবেলা করাসহ যাবতীয় অর্জন নিয়েও ট্রাম্পের সাথে কথা বলবেন তিনি ।

অন্যদিকে, গাজার যুদ্ধবিরতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মূলত এই সফর করবেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি শেষে নতুন করে আবার ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের গাজায় পাঠানোর বিষয়েও আলোচনা হবে বলে জানান নেতানিয়াহু।

/এআই

Exit mobile version