Site icon Jamuna Television

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলার পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট তোফাজ্জলের পরিবার ও আইনজীবী। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠন শুনানিকালে সন্তুষ্টির কথা জানান তারা।

শাহবাগ থানা পুলিশ অভিযোগ পত্রে ২১ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করাসহ আসামিদেরকে রক্ষা করার চেষ্টায় নারাজির আবেদন বলে অভিযোগ, নিহত তোফাজ্জলের পরিবার ও আইনজীবীর।

গেল বছর ১৮ সেপ্টেম্বর ঢাবির মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version