Site icon Jamuna Television

আত্মহত্যা করেননি সালমান- আবারও দাবি রুবির

নায়ক সালমান শাহ’কে হত্যা করা হয়েছে বলে আবারও দাবি করেছেন মামলার অন্যতম অভিযুক্ত আলোচিত মেকআপ আর্টিস্ট রাবেয়া সুলতানা রুবি।

আজ ফেসবুক লাইভে তিনি বলেন, আত্মহত্যা করেননি সালমান। তবে এবার তিনি বলেছেন, তার স্বামী চাইনিজ নাগরিক জন চেং জড়িত কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

এরআগে, মঙ্গলবার লন্ডনের ব্রিকলেনে সংবাদ সম্মেলন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি সালমানের মৃত্যু রহস্য নিয়ে দায়ের করা মামলাটিকে হত্যা মামলা হিসেবে আমলে নিয়ে সব আসামি ও সাক্ষীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

রুবি ফেসবুক লাইভে বলেন, দেশে আসার ইচ্ছে নেই তার। তবে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে কনসাল জেনারেলের সাথে দেখা করতে পারেননি তিনি।

/আরএএম

Exit mobile version