Site icon Jamuna Television

শ্যামলীতে আন্দোলনে আহতদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে এই কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরের দিকে শিশুমেলা মোড় অবরোধ করেন তারা।

এতে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা আসাদগেট থেকে গাবতলী-মিরপুরগামী যানবাহনগুলোকে মোহাম্মদপুরের ভেতর দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

বিক্ষোভকারীরা বলেন, ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হলেও এখনও আমাদের তা দেয়া হয়নি। পাশিপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়ার কথাও বলেন তারা।

এর আগেও সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনে আহতরা। সবশেষ গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের অবরোধ করেন তারা।

/আরএইচ

Exit mobile version