Site icon Jamuna Television

প্রথম বৈদেশিক সফরে পানামায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

প্রথম বৈদেশিক সফরে পানামা গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) পানামায় অবতরণ করে মার্কো রুবিওকে বহনকারী ফ্লাইটটি। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

মার্কিন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সফরে পানামা খাল পরিদর্শনে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

ধারণা করা হচ্ছে, পানামা খাল ইস্যুতে মার্কিন প্রতিনিধির সাথে আলোচনা হবে পানামার প্রেসিডেন্টের। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইলে উত্তেজনা শুরু হয় দেশ দু’টির মধ্যে। এই সফরে মধ্য আমেরিকার অন্যান্য দেশ এল সালভাদোর, কোস্টা রিকা, গুয়াতেমালাতেও যাওয়ার কথা রয়েছে মার্কো রুবিও’র।

/এআই

Exit mobile version