Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃশা আর সানিকের ব্যাটে সহজ জয় পায় নিকি প্রাসাদের দল।

রোববার (২ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের বায়ামাস ওভালে টস জিতে ব্যাটিংয়ের সদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দলীয় ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়ারা। ভারতীয় বোলারদের তান্ডবে উইকেটে থিতু হতে পারেনি কোন ব্যাটার। ২ অংকের ঘরে পৌঁছাতে পেরেছে কেবল ৩ ক্রিকেটার। যাদের মধ্যে সর্বোচ্চ ২৩ রান আসে মাইকির ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারতের পক্ষে ৩টি উইকেট তুলে নেন গঙ্গাদি তৃশা।

জবাবে, শুরুতেই ৮ রান করা ওপেনার কামালিনিকে হারায় ভারত। এরপরের গল্পটা তৃশা আর সানিকের। দুজনের অপরাজিত ৩৪ রানে ৫২ বল আগেই সহজ জয় পায় ভারত। ৩৩ বলে ৪৪ রানে তৃশা আর সানিকে অপরাজিত থাকেন ২৬ রানে।

উল্লেখ্য, এটি ভারতের টানা দ্বিতীয় শিরোপা। ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয় তারা। টুর্নামেন্টটির পরবর্তী আসর বসবে ২০২৭ সালে। যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।

/এমএইচআর

Exit mobile version