Site icon Jamuna Television

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন প্রার্থীরা।

দল ও জোটগুলোকে আজই চূড়ান্ত প্রার্থী তালিকা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। এর আগে, গতকাল নির্বাচন কমিশনের আপিলেও টেকেনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। শেষ দিনের আপিলে বৈধতা পান মির্জা আব্বাস দম্পতি, এম মোরশেদ খানসহ অনেকে। তবে বাতিলই থেকেছে কাদের সিদ্দিকীর দুই মনোনয়ন।

Exit mobile version