Site icon Jamuna Television

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোমালিয়ায় আইএস বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্যের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) গোলিস পর্বতে চালানো হয়েছে এ হামলা। তবে এই অভিযানে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এর আগে, শনিবার ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমালিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলার নির্দেশ দেয়া হয়েছে সামরিক বাহিনীকে।

যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য হুমকি আইএস সদস্যরা গুহায় লুকিয়ে আছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে খুঁজে হত্যা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। কিছুদিন আগেই পূর্ব আফ্রিকা থেকে বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করে ইন্টারপোল।

/এআই

Exit mobile version