আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

|

প্রতীকী ছবি।

আখাউড়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যালয় ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সালমান (২১) নামের আরেকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার স্কুলের তৃতীয় তলার ছাদে কাজ করার একপর্যায়ে লোহার রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply