Site icon Jamuna Television

বিগত ১৫ বছরে শিল্পীরা যথাযথ ভূমিকা রাখতে পারেনি: সংস্কৃতি উপদেষ্টা

ফাইল ছবি

গত ১৫ বছর কথা বলার স্বাধীনতা ছিল না। সে সময় শিল্পীদের ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু তারা যথাযথ ভূমিকা রাখতে পারেননি— এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পথনাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এ সময় পথ নাটকের মাধ্যমে বিগত ১৫ বছরে ঘটা দুঃশাসনের গল্পগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পথনাটকের মাধ্যমে প্রতিবাদের শৈল্পিক প্রকাশ ঘটানো যায়।গণঅভ্যুত্থানের পর এমন আয়োজন মাইলফলক হয়ে থাকবে।

/আরএইচ

Exit mobile version