Site icon Jamuna Television

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো কর্মীরা

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে কর্মীরা। এসময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে ওই নেতা হলেন, আব্দুল ওহাব মথুরাপুর এলাকার মৃত জাহেদ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর মসজিদে নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। পুলিশের কাজে বাঁধা দেয়া এবং একজন অপরাধীকে ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বরেন, তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

/এসআইএন

Exit mobile version