সিরি আ’তে হাইভোল্টেড মিলান ডার্বিতে শেষ সময়ের গোলে হার এড়িয়েছে ইন্টার। ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। চলতি বছর এটি দ্বিতীয় মিলান ডার্বি। প্রথমটা ছিল সুপার কাপে। রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে মিলান জিতেছিল ৩-২ ব্যবধানে।
রোববার (২ ফেব্রুয়ারি) সান সিরোয় মুখোমুখি হয় দু’দল। প্রথমার্ধে এসি মিলানকে এগিয়ে দেন টিয়ানি রেইন্ডার্স। ম্যাচের যোগ করা সময়ের ৩ মিনিটে সমতা টানেন ইন্টারের স্টেফান ডি ভ্রেই।
প্রথমার্ধের শেষ দিকে ডেডলক ভাঙেন মিলানের রেইন্ডার্স। রাফায়েল লিয়াওয়ের কোনাকুনি শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় এসি মিলান।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। ৬৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেস। তবে সেটি স্কোরবোর্ডে গোল হিসেবে ও ওঠেইনি, বরং ফাউলের বাঁশি বাজান রেফারি।
বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ থুরামের গতিময় ঠেকিয়ে দেন মিলানের গোলরক্ষক।
অবশেষে পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় ইন্টার। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডিফেন্ডার নিকোলা জালেবস্কি বুক দিয়ে নামিয়ে বল দেন আরেক ডিফেন্ডার ডি ভ্রেইকে, বাঁ পায়ের শটে গোল করে দলকে উল্লাসে ভাসান তিনি।
ড্র হয়েছে লিগের আরেক বড় ম্যাচ রোমা-নাপোলি দ্বৈরথও। সেই ম্যাচের স্কোরলাইনও ১-১।
🤝 Milan 1-1 Inter
— Lega Serie A (@SerieA_EN) February 2, 2025
🤝 Roma 1-1 Napoli
Late equalisers in the title race 🎢 pic.twitter.com/hG37H3CbNw
উল্লেখ্য, ২২ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে এসি মিলান। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।
/এমএইচআর
Leave a reply