পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকে নিয়ে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু বিপিএলের প্লে-অফ পর্ব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেমিফাইনাল পর্বের বিদায় ঘটেছে অনেক আগেই। গ্রুপ পর্বের শীর্ষ দুই দলের একটি যাতে নিশ্চিত ফাইনালে খেলতে পারে সেজন্য এলিমিনেটর (তৃতীয় বনাম চতুর্থ) ও দুটি প্লে-অফ (একটি প্রথম বনাম দ্বিতীয়, আরেকটি এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে শীর্ষ দুই দলের ম্যাচের পরাজিত দলের খেলা) অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ঠিক এই সময়ে ওয়েলসের ব্যাটার অনেরিন ডোনাল্ডকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় ডোনাল্ডের ক্লাব ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে এ খবর।
Good luck to Nye Donald who is joining Rangpur Riders for the knockout stages of the Bangladesh Premier League!#WeAreDerbyshire pic.twitter.com/4CcqowSq6b
— Derbyshire CCC (@DerbyshireCCC) February 2, 2025
গ্রুপ পর্বে টানা আট ম্যাচ জয়ের পর ছন্দপতন ঘটে রংপুরের। টানা চার ম্যাচ হেরে শীর্ষ দুই থেকে ছিটকে পড়ে তারা। এলিমিনেটর খেলতে হওয়ায় তাদের জন্য নকআউট পর্ব শুরু আজ। জিতলেও ফাইনাল নিশ্চিতে আরেকটি ম্যাচ খেলতে হবে, সেখানে জিতে উঠতে হবে ফাইনালে।
আন্তর্জাতিক ক্রিকেটে ডোনাল্ডের অভিষেক না হলেও ইতোমধ্যেই তিনি খেলে ফেলেছেন ৭৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ৭৩ ইনিংসে ব্যাট হাতে নেমে করেছেন ১ হাজার ৩৪০ রান। আছে ৮ ফিফটি। ব্যাট চালিয়েছেন ১৪৪.৭০ স্ট্রাইকরেটে।
উল্লেখ্য, সোমবার দুপুরে এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর।
/এমএইচআর
Leave a reply