রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। কিছু সংস্কারের পর ১ থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চায় দলটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদের থেকে নিবন্ধনপত্র গ্রহণ করে দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারন করে রাজনীতি করতে চায় তারা এমনটা জানান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। যারা ৭১ ও ২৪ এর চেতনাকে ধারণ করবে, আরেকটি জুলাইয়ের তৈরি হবে না, এমন দলের সাথে জোট করবেন বলেও জানান তিনি।
বিডিপি নির্বাচন, সংস্কার দুটোই চায় জানিয়ে চেয়ারম্যান বলেন, মূল সংস্কার গুলো করবে নির্বাচিত সরকার। নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে দল কাজ শুরু করবে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply