Site icon Jamuna Television

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের অভিযোগ

ট্রাফিকের দায়িত্বে থাকা ২ শিক্ষার্থীকে অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনার দুই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্তদের বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে এই ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, অটোরিকশা নিয়ে রং সাইড দিয়ে ঢোকার চেষ্টা করলে বাধা দেয়া হয়। ওই দুই কর্মকর্তা নানা হুমকি ধমকি দেন শিক্ষার্থীদের। তারপরও শিক্ষার্থীরা তাদেরকে অটোরিকশা নিয়ে প্রবেশ করতে বাধা দেন। এতে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তারা অফিসে ফিরে লোকজন দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা দুই শিক্ষার্থীকে উঠিয়ে আনে। এ সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।

/এটিএম

Exit mobile version