Site icon Jamuna Television

শিক্ষিকার মুক্তি দাবিতে তৃতীয় দিনে মতো বিক্ষোভ ভিকারুননিসা ছাত্রীদের

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার সকাল ৮ থেকে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকজন অভিভাবককেও তাদের সঙ্গে দেখা যায়।

লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই অরিত্রী অধিকারীর মৃত্যুর ঘটনায় দোষি ব্যক্তিরা শাস্তির মুখোমুখি হোক। কিন্তু একজন নিরপরাধ শিক্ষক কারাগারে থাকতে পারেন না। তাই তার মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি।’

মূলত ভিকারুননিসা স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ক্লাস বর্জন করে শিক্ষিকা হাসনা হেনার মুক্তি দাবি করছেন তারা। এ আন্দোলনে যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীও।

তাদের দাবি, কারাভোগ করতে থাকা শিক্ষিকা হাসনা হেনার দ্রুত মুক্তি। একইসাথে অরিত্রী আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষকদের ব্যপারেও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বিক্ষোভের কারণে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় কোন ব্যাঘাত ঘটছে না।

Exit mobile version