Site icon Jamuna Television

ইতালিয়ান নাগরিকের খোয়া পাসপোর্ট-ফোন খুঁজে দিলো পুলিশ

রাজধানীর তুরাগে ইতালিয়ান নাগরিকের খোয়া যাওয়া পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী দলের একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভ্রমণের কাজে বাংলাদেশে আসেন ইতালির নাগরিক তানিয়া নূর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইন্টারনেট সংযোগ না পেয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ভাড়া করেন। নির্ধারিত গন্তব্যে না গিয়ে মোটরসাইকেল চালক ইতালির নাগরিকের পাসপোর্ট, টাকা, ফোনসহ গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করে।

পরে স্হানীয়দের সহযোগিতায় পুলিশের সহায়তা চান তিনি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক।

/এটিএম

Exit mobile version