Site icon Jamuna Television

‘ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান’, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান

নাহিদ ইসলাম। ফাইল ছবি।

নাহিদ ইসলাম। ফাইল ছবি।

রাজধানীর তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, এমনটা জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, একটি ইতিবাচক সমাধানের দিকে হয়তো যাবে, সেই প্রক্রিয়া চলমান। তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকে ধৈর্য ধারণ করতে বলবো। তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।

শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বানও জানিয়েছেন তিনি। জানান, জনভোগান্তির বিষয়টি যাতে শিক্ষার্থীরা মাথায় রাখে। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তখন পূজা পরিদর্শন করেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ আছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের লাভ হবে না।

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। একইসাথে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজটির শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে।

/এমএন

Exit mobile version