Site icon Jamuna Television

তেল সংকটে শাহজালালে শিডিউল বিপর্যয়

তেল সংকটের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে শনিবার রাত থেকে কমপক্ষে ছয়টি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বিমানবন্দরটিতে।

সূত্র জানায়, রাত থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে 584, মালায়েশিয়ান এয়ারলাইন্সের MH197, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 37, রিজেন্ট আর এক্স ৭৮২, থাই লায়ন এয়ারের এসএল ২২৫ নম্বর ফ্লাইট নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি।

আজ রোববার সকালেও ক্যাথে পাসেফিকসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট নির্ধারিত সময়ে উড়তে পারেনি।

একটি এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, পদ্মা ওয়েল উড়োজাহাজে ঠিক মতো তেল দিতে পারছে না। এতে শিডিউল বিপর্যয় ঘটায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

Exit mobile version