Site icon Jamuna Television

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধ: পদ্মা সংযোগ বাদে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধের কারণে পদ্মা সংযোগ বাদে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। কমলাপুরে রেল স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজও তারা মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন। বাদ যায়নি মহাখালী রেল ক্রসিং-ও।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। এছাড়া, তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান, এমনটা জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

/এমএন

Exit mobile version