Site icon Jamuna Television

কারাগারে থাকা ফারুক খানের ফেসবুক আইডি থেকে পোস্ট— শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না

হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে।

ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না।
এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ফারুক খানের আইডি থেকে স্ট্যাটাস।

স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শেয়ার করার পাশাপাশি নাগরিকদের প্রশ্ন,কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করলেন, কীভাবে মোবাইল ব্যবহার করলেন? অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে, এই প্রশ্নের মাঝে ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়া হয়েছে। পোস্ট দেয়ার ঘণ্টাখানেকের মধ্যেই করা হলো ডিঅ্যাক্টিভ। ওই স্ট্যাটাস দেয়ার মিনিট দশেক আগে ফারুক খানের ফেসবুক আইডির কভার ফটোও পরিবর্তন করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ অক্টোবর ডিএমপির জনসংযোগ বিভাগ জানায়, ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে। আগেরদিন গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর র‍্যাব তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

/এমএন

Exit mobile version