Site icon Jamuna Television

খেলাপি ঋণে ফতুর ব্যাংক বাঁচাতে জনগণের করের অর্থ দেয়া হচ্ছে: সিপিডি

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, অনিয়ম এবং খেলাপি ঋণে ফতুর ব্যাংক বাঁচাতে জনগণের করের অর্থ দেয়া হচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে, বড় ঋণ খেলাপিরা প্রভাব খাটিয়ে ঋণ সমন্বয় করলেও নিস্কিয় ভূমিকা পালন করছে বাংলাদেশে ব্যাংক। নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যোগ্য প্রার্থীদেরকে দূরে ঠেলে দেয়া হচ্ছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারের সদিচ্ছা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো কঠোর ও নিরপেক্ষ না হলে দুর্নীতি দমন সম্ভব নয়।

আজ রোববার সকালে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে এই কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

‘আসুন, উন্নয়ন শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হই’ এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে ষোড়শ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। তারই ধারাবাহিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন করে।

দিবসটি ঘিরে দুদক ও টিআইবি’র দিনব্যপী রয়েছে নানা অনুষ্ঠান। ২০০৩ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ।

Exit mobile version