‘সংঘাত নয়, শান্তি চাই’— স্লোগানে ৬৯টি লিখিত অভিযোগ নিয়ে বাউফল থানায় শিক্ষার্থীরা

|

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:
‘সংঘাত নয়, শান্তি চাই’— স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী মিছিল, শান্তি সমাবেশ ও থানায় গণঅভিযোগ দাখিলের কর্মসূচি পালন করেছে বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পাবলিক মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি শান্তি সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুন, চাঁদাবাজি, দখলদারি, ডাকাতি বন্ধসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বাউফল থানায় গণঅভিযোগ দাখিল করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলাজুড়ে চাঁদাবাজি, জবরদখল, অস্ত্রের মহড়া, খুন জখম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং সাধারণ ছাত্র-জনতা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ পরিস্থিতির উন্নতি চান।

এ বিষয়ে বাউফল থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থী ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত প্রায় তিনমাস ধরে উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এসব নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মধ্যে একাধিক সংঘাতের ঘটনাও ঘটেছে। এছাড়াও কয়েকটি ডাকাতিসহ একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি শেষে মালিককে অপহরণ এবং সবশেষ অটোরিকশা চালক সুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply