Site icon Jamuna Television

মিরপুরের টেকপাড়া বস্তিতে আগুন, ক্ষতিগ্রস্ত রিকশার গ্যারেজ

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১৪ নাম্বার এলাকার টেকপাড়া বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রিকশার গ্যারেজ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। ও ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রিকশার গ্যারেজ। পুড়ে যায় কয়েকটি রিকশা।

স্থানীয়রা বলছেন, অটোরিকশার চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত। প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুৎের অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব রিকশার গ্যারেজ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার মিলেনি বলেও জানান স্থানীয়রা।

/এএস

Exit mobile version