Site icon Jamuna Television

ইরানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে নগ্ন নারীর প্রতিবাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের জেরে নগ্ন অবস্থায় পুলিশের গাড়ির ওপর দাঁড়িয়ে থাকেন এক নারী। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নগ্ন হয়ে এমন প্রতিবাদের দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এটি বিগত দুই সপ্তাহের মধ্যে ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ধারণ করা হয়েছে।

তিন মাস আগে, তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছিলো। সেখানে আহু দরিয়াই নামে এক নারী শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পর প্রতিবাদ হিসেবে নিজের পোশাক খুলে ফেলেছিলেন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

/এআই

Exit mobile version