Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পাঠানো দাগি আসামি ও অভিবাসী গ্রহণে রাজি এল সালভাদর

যুক্তরাষ্ট্রের দাগি আসামি ও অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে এবং যেকোনো জাতীয়তার নির্বাসিতদের গ্রহণ করতে সম্মত হয়েছে সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদর। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়,  মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সোমবার নজিরবিহীন ও আইনি দিক থেকে বিতর্কিত এই চুক্তির ঘোষণা দেন।

এই চুক্তির আওতায় এল সালভাদর যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধীদের নিজ দেশের কারাগারে বন্দী করবে এবং যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত যেকোনো দেশের নাগরিকদের গ্রহণ করবে। তবে মানবাধিকার সংগঠন ও সমালোচকেরা এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির প্রতি আঞ্চলিক সমর্থন একত্রিত করার উদ্দেশ্যে মধ্য আমেরিকার বেশ কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে সালভাদোরান প্রেসিডেন্ট নায়েব বুকেলের সাথে সাক্ষাতের পর রুবিও এই চুক্তিটি উন্মোচন করেছেন।

/এআই

Exit mobile version