
জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রকল্প হিসেবে স্থানীয় সরকার নির্বাচন চায় নাগরিক কমিটি। কমিশনের সক্ষমতা যাচাই করতে তারা এ নির্বাচন চায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে ১৫ দফা সুপারিশ হস্তান্তর শেষে এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
এর আগে কমিশন প্রধান ড. তোফায়েল আহমেদ উপস্থিত থেকে লিখিত প্রস্তাব গ্রহণ করেন। নাগরিক কমিটির প্রস্তাব ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, কীভাবে মেয়র-চেয়ারম্যানদের আরও জনগনের কাছে নিয়ে যাাওয়া যায় এ নিয়ে কাজ করছে কমিশন।
পরে নিজেদের প্রস্তাবনার বিষয়ে তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। তিনি চার সদস্যদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। জেলা সরকার, রিকল ব্যবস্থা সংযোজন, মনোনয়ন বাণিজ্য ঠেকানোর লক্ষ্যে দলীয় প্রতীকে নির্বাচনব্যবস্থা বাতিলসহ ১৫ দফা সুপারিশ করেছে তারা।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply