Site icon Jamuna Television

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপর পাশ ভারতীর পুটিখালী থেকে তাকে আটক করে বিএসএফ। 

আটককৃত যুবক একই ‍উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সজিব (২০)। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম। তিনি বলেন, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি ৩/৪জন যুবক ফেনসিডিল আনার জন্য শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশিসহ ভারতীয় তিন যুবক আটক হন। বাকিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি।

/এসআইএন

Exit mobile version