Site icon Jamuna Television

ছেলে মাতেওর চোখে বাবা রোনালদোর চেয়ে এমবাপ্পেই সেরা

বিশ্ব জুড়ে কোটি ফুটবল ভক্তের কাছে সেরা হলেও, নিজের ঘরে পিছিয়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ছেলে মাতেওর কাছে এমবাপ্পেই সেরা! সেই এমবাপ্পেই আবার রোনালদোর ভক্ত। নিজের সেই ভক্তকে রিয়ালের ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন সিআর সেভেন। তিনি মনে করেন রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

এমবাপ্পের প্রসঙ্গে রোনালদো বলেছেন, তার প্রতি চোখ রাখুন। সমর্থকদের তার যত্ন নেয়া দরকার। তাকে সুরক্ষা করতে ক্লাবকে সাহায্য করতে হবে। সে মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে তাতে কোনো সন্দেহ নেই। আমি এমবাপ্পেকে ভালোবাসি। সেটা শুধু তার উঠে আসার গল্পের জন্য নয়। আমার মতে সে সেরাদের একজন।

বিশ্বজুড়ে কোটি ফুটবলভক্তের কাছে সিআরসেভেনই সর্বকালের সেরা। কিন্তু নিজের ঘরেই যেন সেরা হতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ পাঁচ বছর বয়সী ছেলে মাতেওর চোখে তার বাবা নয় বরং কিলিয়ান এমবাপ্পেই সেরা ফুটবলার।

বিষয়টি নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে। ও আমাকে প্রায়ই বলে— বাবা, এমবাপ্পে তোমার চেয়েও ভালো। তখন আমি ওকে জবাব দেই- না, আমি ওর চেয়েও ভালো। আমি বেশি গোল করেছি।

রিয়ালে এমবাপ্পে ঠিক নিখাদ স্ট্রাইকার পজিশনে খেলেন না। কখনও উইং থেকে মুভ শুরু করেন, কখনও আবার বক্সের বাইরে থেকে। রোনালদো মনে করেন, রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

সিআর সেভেন বলেন, এটা জটিল। কারণ আমার মতে, ফরোয়ার্ড হিসেবে কীভাবে খেলতে হয়, তা সে জানে না। আমি মাদ্রিদে থাকলে তাকে দেখাতাম ৯ নম্বর হিসেবে কীভাবে খেলতে হয়। আমি ফরোয়ার্ড ছিলাম না। উইঙ্গার হয়েও এটার সঙ্গে মানিয়ে নিয়েছি। এমবাপ্পেকেও তার নিজের সঙ্গে মানিয়ে নেয়া উচিত। কিলিয়ানের একজন গতানুগতিক স্ট্রাইকার হওয়া উচিত হবে না।

/এনকে

Exit mobile version