Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফি: ৫০ মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

ফাইল ছবি

ভারত-পাকিস্তান ম্যাচ শুধু একটি খেলা নয়। দুই দেশের কোটি কোটি ভক্তের আবেগ, গর্ব আর উত্তেজনার উৎসও এটি। ক্রিকেট ইতিহাসে যতবারই এই দুই দলের মহারণ হয়েছে ঠিক ততবারই সেই ম্যাচকে স্মরণীয় করে রেখেছে ক্রীড়াপ্রেমীরা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে আছে ভক্ত-সমর্থকরা। তাইতো মাত্র ৫০ মিনিটের মধ্যেই শেষ চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের টিকিট।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতকে আতিথ্য দেবে পাকিস্তান। আর সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সোমবার থেকে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। যেখানে সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিরহাম অর্থাৎ প্রায় ৪ হাজার ২০০ টাকা। কিন্তু উলটো ঘটনা ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিটের ক্ষেত্রে। যার এক একটির মূল্য আকাশচুম্বি।

প্লাটিনাম লাউঞ্জের মূল্য ২ হাজার দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ হাজার। গ্র্যান্ড লাউঞ্জের দাম ৫ হাজার অর্থাৎ ১ লাখ ৬৫ হাজার টাকা। কিন্তু ভারত-পাকিস্তান মহারণের কাছে এই অর্থ যেন হাওয়াই মিঠাই। স্টেডিয়ামে দর্শকধারণ ক্ষমতা ২৫ হাজার হলেও টিকিট কেনার ওয়েবসাইটে ভিড় জমান অনন্ত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী। অপেক্ষা করেন ১ ঘণ্টারও বেশি সময় পর্যন্ত। একই সাথে লাইন পরে দুবাইয়ের টিকিট বিক্রির কেন্দ্রেও। ফলে অল্প সময়ের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট সোল্ড আউট!

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোন ম্যাচেরই টিকিট পাচ্ছেন না সমর্থকরা। আবার আইসিসির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ ও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, ঐতিহাসিক ও ক্রীড়াগত প্রতিদ্বন্দ্বীতা থাকায় এই ম্যাচের রয়েছে আলাদা আবেদন। হারলে কান্না আর জিতলে রাস্তায় নেমে উদযাপন। কিন্তু শেষ হাসি কারা হাসবে? ভারত নাকি পাকিস্তান? জানতে অপেক্ষা করতে হবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

/এনকে

Exit mobile version