Site icon Jamuna Television

ফাইনালের আগে নিশামকে দলে ভেড়ালো বরিশাল

বিপিএলের ফাইনালের আগে দলের শক্তি বাড়াতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে ডেরায় ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তবে কার জায়গায় খেলবেন তিনি সেটি এখনও অনিশ্চিত।

প্রথম কোয়ালিফায়ারে বরিশালের হয়ে খেলেছেন দাভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী। ৫ উইকেট নিয়ে আলী হয়েছেন ম্যাচসেরা। আবার মাত্র ৮ ম্যাচ খেলে মালানের রান সংখ্যা ৩১৫। মাঝে আইএল টি-২০ খেললেও আবারও বিপিএলে ফিরেছেন বরিশালের নিয়মিত অলরাউন্ডার মায়ার্স।

১০ ম্যাচে মাত্র ৬৩ রান করা নবী উইকেট নিয়েছেন ৮টি। সেক্ষেত্রে নবীর জায়গায় খেলতে পারেন নিশাম। এর আগের বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন নিশাম। মিরপুরের মাঠে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার।

/এনকে

Exit mobile version