Site icon Jamuna Television

সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি

ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার)। জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ৮ ফেব্রুয়ারি কমিশনের প্রধানরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশনামা উপস্থাপন করবেন। সুপারিশের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে। আলোচনা সাপেক্ষে ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোই সংবিধানে সংযোজন করা হবে।

তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের কাজ শেষ হয়ে যাবে। সেদিন থেকেই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে। এ কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে হবে। তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা রমজান মাস পর্যন্ত চালিয়ে নেয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version