Site icon Jamuna Television

চাঁদাবাজির জন্যই পণ্যের দাম বাড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটি বন্ধে সরকার কাজ করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বোরো ধানের ফলন ভাল হলে চাল আমদানি করতে হবে না। এদিকে, রোজায় শীতের সবজি শেষ হয়ে যাবে। ফলে কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার। এ সময় সবজিসহ সবপণ্যের দাম কমেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার চায় নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে। এজন্য যাবতীয় পদক্ষেপ নেয়া হবে। এ সময় রোজার মাসে অতি মুনাফা না করে জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version