রাজধানীর হাজারীবাগের একটি রাবারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
সবশেষ গত ১৭ জানুয়ারি হাজারীবাগের একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
/আরএইচ

