Site icon Jamuna Television

উত্তরা পশ্চিম থানায় কোনো হামলা হয়নি, হয়েছে ‘ভুল বোঝাবুঝি’: ডিসি

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় কোনো হামলা হয়নি; বরং, ভুল বোঝাবুঝি হয়েছে। এমন দাবি করলেন উত্তরা জোনের ডিসি রওনক জাহান।

অভিযোগ ছিল, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা-১১ নম্বর সেক্টরের কয়েকজন ছাত্রকে আটক করা হলে ওই থানায় হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে ডিসি বলেন, ছাত্রদের এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করলে জিজ্ঞাসাবাদের জন্য যায় পুলিশ। সেখানে ভুল বোঝাবুঝি হলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। মূলত পুলিশের অপেশাদার আচরণের কারণে থানার সামনে জড়ো হয় ছাত্ররা। তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ছাত্রদের সাথে আলোচনায় পুলিশের অপেশাদার আচরণের প্রমাণ পাওয়ায় এসআই আবু সাইদকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ডিসি উত্তরা।

ছাত্র প্রতিনিধিরা জানান, সঠিক তদন্ত না করেই আটকের ঘটনায় থানায় জড়ো হয়েছিলেন তারা। পরে ডিসির সাথে আলোচনায় মিমাংসা হলে ছেড়ে দেয়া হয় ছাত্রদের। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডিসি উত্তরা।

/এনকে

Exit mobile version