Site icon Jamuna Television

এ সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের অর্জন বিশাল: তৌফিক ই ইলাহী

বর্তমান সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ বিভাগের অর্জন বিশাল। বিদ্যুৎ খাতের মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালায় এ কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী।

তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে চলেছে। এ খাতটিকে আরও কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে কাজ করছে বর্তমান সরকার। ২০৪১ সালের মধ্যে কি ধরণের উন্নয়ন করা যায়, তা নিয়েও কাজ করা হচ্ছে- এই দাবি তৌফিক ই এলাহী চৌধুরীর।

তার দাবি, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষ মানবসম্পদ। যেভাবে উৎপাদন বাড়ছে সে তুলনায় বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না। ফলে, কারিগরি সহায়তার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা বেড়েই চলেছে। এটি কমিয়ে আনা জরুরি।

Exit mobile version