Site icon Jamuna Television

২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা অনুযায়ী বাংলাদেশকে ৪টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ দিন এই সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা আলাদা বিভাগ হিসেবে গঠনের সুপারিশও করেছে। ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে ‘গ্রেটার সিটি ঢাকা ক্যাপিটাল সিটি’ গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির প্রশাসনিক ও নাগরিক সেবা আরও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে।

/এটিএম

Exit mobile version