Site icon Jamuna Television

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

তিন কোটি ৭৬ লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগে ডিবির হাতে গ্রেফতার বিএসইসির সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি কার্যালয় থেকে শিবলী রুবাইয়াতকে দুদকে আনা হয়। এরপর তাকে আদালতে প্রেরণ করা হবে।

দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন, মোনার্ক হোল্ডিং ইনকর্পোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিল বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন ও ব্যাংকটির সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

উল্লেখ্য, শিবলী রুবাইয়াত উল ইসলামকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

/এমএইচ

Exit mobile version